হাওজা নিউজ এজেন্সি: ইরানের রাজধানীতে অনুষ্ঠিত ‘তেহরান ডায়ালগ ফোরাম’-এ উপস্থিত হয়ে গতকাল এক সাক্ষাৎকারে তিনি বলেন, “গত চার দশক ধরে ইরান লাখো আফগান শরণার্থীকে আশ্রয় দিয়েছে, এই মহানুভবতা আমরা কখনো ভুলব না।”
মুত্তাকি জানান, বর্তমানে ইরান-আফগানিস্তানের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ বার্ষিক ৩০ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা আগে ছিল না। তিনি বলেন, “আমরা সকল দেশের সাথেই কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতে চাই, তবে প্রতিবেশী রাষ্ট্র বিশেষত ইরান, পাকিস্তানসহ পার্শ্ববর্তী দেশগুলোর সাথে বাণিজ্যিক সম্পর্ককে অগ্রাধিকার দিচ্ছি।”
আফগান পররাষ্ট্রমন্ত্রী শান্তি প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরে বলেন, “আফগানিস্তানে স্থিতিশীলতা পুরো অঞ্চলের জন্য কল্যাণ বয়ে আনবে। পাকিস্তান ও ইরানে অবস্থানরত লাখো আফগান নাগরিকের জন্য আমরা গভীরভাবে কৃতজ্ঞ।”
প্রাসঙ্গিক তথ্য: জাতিসংঘের তথ্যমতে, ইরান ও পাকিস্তানে প্রায় ৩০ লাখ আফগান শরণার্থী বসবাস করছে। গত দুই বছরে ইরান-আফগানিস্তান বাণিজ্য প্রায় ৪০% বৃদ্ধি পেয়েছে। আঞ্চলিক কূটনীতিতে তালেবান সরকারের এই বক্তব্যকে ইতিবাচক হিসেবে মূল্যায়ন করছেন বিশ্লেষকরা।
আপনার কমেন্ট